চরণ পাই যেন কালাকালে


চরণ পাই যেন কালাকালে
   ফেলো না দূর-অধ্ম বলে।।

সাধলে পাবো চরন তোমার
সে-ক্ষমতা নাই গো আমার
দয়াল নাম শুনিয়ে আশায়
   চেয়ে আছি কাঙ্গালে।।

জগাই মাধাই পাপী ছিল
কাঁধা ফেলে গায়ে মারিল
তাহে প্রভুর দয়া হলো
  দয়া কর সেই হালে।।

ভারত-পুরাণেতে শুনি
পতিত পাবন নামের ধ্বনি
(ফকির) লালন বলে সত্য জানি
   অধীনে চরন দিলে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।