বুঝবি রে গৌরপ্রেমের কালে


বুঝবি রে গৌর প্রেমের কালে
আমার মতো প্রাণ কাঁদিলে।
দেখা দিয়ে ভাবের শহর কোথায় গৌর লুকাইলে ।।

যেদিনে হতে গৌর হেরেছি
আমাতে কী আমি আছি।
কী যেন কী হয়ে গেছি প্রাণ কাঁদে গৌর গৌর বলে।।

তোরা থাক জাত কূল লয়ে
আমি যাই চাঁদ গৌর বলে
আমার দুঃখ বুঝলিনা রে এক মরণে না মরিলে।।

চাঁদমুখেতে মধুর হাসি
আমি ঐরূপ ভালোবাসি।
লোকে করে দ্বেষাদ্বেষী (আমি) গৌর বলে যাই গো চলে।।

একা গৌর নয় গৌরাঙ্গ
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ।
এমনই তার অঙ্গ গন্ধ লালন কয় জগত মাতালে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।