গুরুবস্ত চিনে নে না


গুরুবস্তু চিনে নে না[১]
অপারের কাণ্ডারি গুরু
   গুরু বিনে কূল কেউ পাবে না।।

হেলায় হেলায় দিন গেলো
মহাকালে ঘিরে এলো
আর কখন কি হবে বলো
    রংমহলে পড়লে হানা।।

কি কার্য করিবে বলে
এ ভবে আসিয়া ছিলে
কি ছার মায়ায় রইলি ভুলে
    সে কথা মনে প’ল না [১]।।

(ঘরে) এখন বহিছে পবন
হতে পারে কিছু সাধন
সিরাজ সাঁই কয় শোন অবোধ লালন
    এবার গেলে আর হবে না।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।