গুরু পদে নিষ্ঠা মন যার হবে


গুরু পদে নিষ্ঠা মন যার হবে
যাবে রে তার সর্বস্ব সার
অমূল্য ধন হাতে সেহি পাবে।।

গুরু যার হয় কাণ্ডারি
চালায় সে অচলা তরী
ভবে তুফান বলে ভয় কি তারি
   নেচে গেয়ে ভব পারে যাবে।।

আগমে নিগমে তাই কয়
গুরুরূপে দীন দয়াময়
অসময়ের সখা সে হয়
   অধীন হয়ে যে তারে ভজিবে।।

গুরুকে মনুষ্য জ্ঞান যার
অধপাতে গতি হয় তার
ফকির লালন বলে তাই আজ আমার
   ঘটল বুঝি মনের কুস্বভাবে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।