গুরু বিনে কী ধন আছে


গুরু বিনে কী ধন আছে
কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে

বিষয় ধনের ভ্রসা নাই
ধন বলিতে গুরু গোঁসাই
যে ধনের  দিয়ে দোহাই,
   ভব তুফান যাবে বেঁচে।।

পুত্র পরিবার ভবের ভূষন
ভুলিয়াছে ভবের ভূবন
মায়ায় ভুলে অবোধ মন
   গুরু ধঙ্কে ভাবিলি মিছে।।

কী ধনে কী গুনপনা
অন্তীমকালে যাবে জানা
গুরুধন এখন চিনলে না
   নিদানে পস্তাবে পাছে।।

গুরুধন অমূল্য ধন রে
কু-মনে বুঝলি না হারে
সিরাজ সাঁই কয় লালন তোরে
   নিশ্চয় পেঁচোয় পেয়েছে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।