গুরু পদে ডুবে থাকরে আমার মন


গুরু পদে ডুবে থাকরে আমার মন
গুরু পদে না ডুবিলে  জন্ম যাবে অকারন।।

গুরু শিষ্য এমনি ধারা
চাঁদের কোলে থাকে তারা
আয়নাতে লাগায়ে পারা
   দেখে ত্রিভূবন।।

শিষ্য যদি হয় কায়েমি
কর্নে দেয় তার মন্ত্র খানি
নিজ নামে হয় চক্ষুদানী
   নইলে অন্ধ দুই নয়ন।।

ঐ দেখা যায় আনকা নহর
অচিন মানুষ  অচিন শহর
সিরাজ সাঁই কয় লালন রে তোর
   জনম গেল অকারন।।  

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।