না জেনে করন কারন কথায় কী হবে


না জেনে করন কারন কথায় কী হবে।
কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেনে রোপে।।

মিষ্টি বললে কি মুখ মিষ্টি হয়
দীপ না জ্বললে কি আধাঁর যায়
অমনি জানো হরি বলায়
   হরি কি পাবে।।

রাজায় পৌরুষ করে
জমির কর সে বাঁচায় না রে
সেই কি তোর একবারই কার্য রে
   পৌরুষে জানাবে।।

গুরু ধর খোদকে চেন
সাঁইর আইন আমলে আনো
লালন বলে তবে মন
   সাঁই তোরে নিবে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।