অমৃত মেঘের বারি
চাতক স্বভাব না হলে
অমৃত মেঘের বারি
কথায় কি মেলে।।
মেঘে কতো করে ফাঁকি
তবু চাতক মেঘের ভোগী
তেমনি নিরিখ রাখলে আঁখী
সাধক বলে।।
চাতকেরো এমনি ধারা
তেষ্টায় জীবন যায় রে মারা
অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।।
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি
(ফকির) লালন বলে গুরু প্রীতি
রয়না সুহালে।।
(শুদ্ধ পাঠ নির্ণয়:১৭ এপ্রিল ২০১৮)
(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৫৩)
ছাপবার জন্য এখানে ক্লিক করুন