কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়


(কবে) সাধুর চরণ ধুলি (মোর) লাগবে গায়

(আমি) বসে আছি আশাসিন্ধু হয়ে সদাই ॥

 

চাতক যেমন মেঘের জল বিনে

অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধোয়ানে

(ও সে) তৃষ্ণায় মৃত্যুর গতি জীবনে (হোল)

সে দশা আমার ॥

 

ভজন সাধন আমাতে নাই

কেবল মহৎ নামেএ দেই গো দোহাই

(তোমার) নামের মহিমা জানাও গো সাঁই

পাপী হও সদয় ॥

 

শুনেছি সাধুর করুণা

সাধুর চরণ পরশিলে হয়গো সোনা

বুঝি আমার ভাগ্যে তাও হোলনা ফকির

লালন কেঁদে কয়॥

 

[ছেঁউড়িয়ায় প্রচলিত, ভোলাই শা-র খাতা, গান নং ৯৯]

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।