আহাদে আহম্মদ এসে


আহাদে আহাম্মদ এসে

নবি নাম কে জানালে।

যে তনে করিলে সৃষ্টি

সে তন কোথায় রাখিলে।।

 

আহাদ নামে পরওয়ার

আহাম্মদ রূপে সে এবার।

জন্মমৃত্যু হয় যদি তার

শরার আইন কই চলে।।

 

নবি যারে মানিতে হয়

উচিৎ বটে তাই জেনে লয়।

নবি পুরুষ কি সে প্রকৃতি কায়

সৃষ্টির সৃজনকালে।।

 

আহাদ নামে কেন রে ভাই

মানবলীলা করিলেন সাঁই।

লালন বলে তবে কেন যাই

অদেখা ভাবুক দলে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।