কারো রবে না এ ধন জীবনযৌবন


 কারো রবে না এ ধন জীবনযৌবন
তবে রে মন কেন এতই বাসনা।।
একবার সবুরেরি দেশে রও দেখি দম দম কষে
   উঠিস নারে ভেসে পেয়ে যাতনা।।

যে করে কালার চরনেরই আশা জাননারে মন তাহার দুর্দশা
ভক্ত বলীরাজা ছিল সবংশে নাশিল
   বামন রূপে প্রভু করে ছলনা।।

প্রহ্লাদ চরিত্র দেখ দৈত্য ধামে কত কষ্ট তার এই হরি নামে
তারে আগুনে পুড়াল জলেতে ডুবাল
   তবু না ছারিল শ্রীরূপ সাধনা।।

কর্নরাজা ভবে বড় দাতা ছিল    অতিথি রূপে পুত্রকে নাশিল
কর্ন-অনুরাগী না হইল দুঃখী
   অতিথির মন করে সান্ত্বনা।।

রামের ভক্ত লক্ষন ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি
   লালন বলে কর এ বিবেচনা।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।