কোন সাধনে শমন জ্বালা যায়


কোন সাধনে শমনজ্বালা যায়।
ধর্মাধর্ম বেদের মর্ম শমনের অধিকারে রয়।।

দান যজ্ঞ স্তব ব্রত করে
পুণ্যের ফল সে পেতে পারে
সে ফল ফুরায়ে গেলে
   আবার ঘুরে ফিরতে হয়।।

নির্বান মুক্তি সেধে সে তো
লয় হবে পশুর মত
সাধক করে এমন তত্ত্ব
   মুখে কেবা সাধতে চায়।।

পথের গোলমালে পড়ে
মূল হারালাম নদীর জলে
লালন বলে কেশে ধরে
   লাগাও গুরু কিনারায়।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।