বলরে বলাই তোদের ধরণ কেমন হারে


বলরে বলাই তোদের ধরণ কেমন হারে
তোরা বলিস সব রাখাল ঈশ্বর গোপাল
সেই গোপালকে মানিস কৈ রে ॥

বনে যেয়ে বনফল পাও
এঁটো করে গোপালকে দাও
তোদের এ কেমন ধর্ম, বল সেই মর্ম
আজ আমারে ॥

আমারে বোঝারে বলাই
ৰতোদের তো সেই ভাব দেখি নাই
তোরা ঈশ্বর বলিস যার, কাঁধে চড়িস তার
কোন বিচারে ॥

গোষ্ঠে গোপাল যে দুঃখ পায়
কেঁদে কেঁদে বলে আমায়ে
লালন বলে তার, ভাব বুঝা ভার
এ সংসারে ॥


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।