মানুষ ধরো নিহারে রে
মানুষ ধরো নিহারে রে
ওরে মন নাও গে যোগাযোগ করে।।
নিহারায় চেহারা বন্দী করো রে করো একান্তি
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পাত্তি
পালাবে সে কোন শহরে রে
ত্বরায় মন দারোগা হয়ে
করো রাজবন্দী স্বরূপ সঙ্গীরে।।
স্বরূপে আসন যাহার পবন হেলালে নেহার
লক্ষণ করে দেখো এবার
দিব্যচক্ষু প্রকাশ করে
দু পক্ষে খেলছে যে না
নরনারী রূপ ধরে।।
অমাবস্যা পূর্ণমাসী তাহে নহর যোগ প্রকাশি
ইন্দ্রিয়ফাঁদ বাইশজন আদি [১]
সে যোগের বাঞ্ছায় আছে রে
সিরাজ সাঁই বলে রে লালন
মানুষ সাধো প্রমাণ রে।।
[১] এই বাক্যটি খাতায় কিছুটা অস্পষ্ট
(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৪৮)
শুদ্ধ পাঠ নির্ণয়: ৪ এপ্রিল ২০১৮]
ছাপবার জন্য এখানে ক্লিক করুন