সাঁই দরবেশ যারা


সাঁই দরবেশ যারা
আপনারে ফানা করে অধরে মিশায় তারা।।

মন যদি আজ হও রে ফকির
নাও জেনে সেই ফানার ফিকির
     সে কেমন ধারা
ফানার ফিকির না জানিলে
     ভস্মমাখা হয় মশকরা।।

কূপজলে সে গঙ্গাজল
পড়িলে হয় রে মিশাল
     উভয় একধারা
তেমনি জেনো ফানার করণ
      রূপে রূপ মিলন করা।।

মুরশিদরূপে আর আলেক নূরি
এক মনে কেমনে করি
      দুইরূপ নিহারা
লালন বলে রূপসাধনে
      হোসনে যেন জ্ঞানহারা।।

(শুদ্ধ পাঠ নির্ণয়: ১৫ এপ্রিল ২০১৮)

(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৫১)

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।