ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে


ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
আছে হিন্দু-মুসলমান দুই ভাগে।।

ভেস্তের আশায় মোমিনগণ
হিন্দুরা দেয় স্বর্গেতে মন
চল কী সে অটল মোকাম
      নিহাজ করে জান আগে।।

সেই ফকিরি সাধন করে
খোলসা রয় হজুরে
ভেস্তের সুখ ফাটক সমান
      সবাই ভালো তাই জানে।।

আখেরে অটল প্রাপ্তি কিসে হয়
মুরশিদের ঠাঁই জানা যায়
সিরাজ সাই তাই লালন ভেড়ো
      ভুগিস নে ভবের ভোগে।।

(শুদ্ধ পাঠ নির্ণয়: ১৫ এপ্রিল ২০১৮)

(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৫২)

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।