পড়রে দায়েমী নামাজ
পড়রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরী।
মাসুক রূপ হৃদ কমলে, দেখ আশেক বাতি জ্বেলে,
কিবা সকাল কিবা বৈকালে
দায়েমীর নাম অবধারি।
সালেকের বেহায়াপনা
মজ্জুবি আশেক দেওয়ানা
আশেক দিল হয়ে ফানা
মাশুক বই অন্যে জানে না,
আশার ঝুলি লয়ে সে না
মাশুকের চরণভিখারী।।
কেফায়া আইনি যিন্নি
এই ফরজ জাত নিশানী
দায়েমি ফরজ আদায়, মিশেছে সে জাতে নূরি।
আইনির অদেখা তরিক
দায়েমি বরজখ নিরিখ
সিরাজ সাইজির হক্কের বচন
ভেবে কহে আবুঝ লালন
দায়েমি নামাজি যে জন
শমন তাহার আজ্ঞাকারী।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন