মন কি তুমি চিরজীবী


মন কি তুমি চিরজীবি, মন কি তুমি চিরজীবী
ভেবেছো এই দিন কি এমনি যাবে
দেহ পিঞ্জর (যেদিন) করে ভঙ্গ প্রাণ বিহঙ্গ পালাইবে।।

দশাননের দশা স্মরণ করেছে সেই ত্রেতাকালে
মনীন্দ্র যার জ্ঞাতি তাহার, কতো অশ্ব অশ্বশালে
কত অভয়া দিত অভয় ব্রহ্মা আদি ছিল সহায়
করেছিল ত্রিলোক বিজয় কালে ধ্বংস সবান্ধবে।।

দুর্যোধন দুঃশাসন একশত ভ্রাতা যার
কোথায় বা সেই অভিমন্যু স্বয়ং মাতুল গোবিন্দ যার
কোথা বা সেই পুরু বংশ, সবংশে সে হয়েছে ধ্বংস
কালে ধ্বংস হতেই হবে।।

পিতামাতা ভগ্নিভ্রাতা দারাপুত্র পরিবার
যাবার বেলায় আর কেউ নাই সাথে
সঙ্গে কেউ আর নাই তোমার
পড়বি যমের কুশাসনে, পড়বি যমের কুতাড়নে
সেদিন এই গোবিন্দ বিনে কে তোরে আর ত্বরাইবে।। 

গোঁসাই মোহন বলে ব্রজনাথরে ভবে গুরুর ভক্তই ধন্য
মনুষ্য গণ সার পদার্থ দেবলোক যারে করে মান্য
মলে গুরু শিষ্যের একই আত্মা, তাই হয়ে যায় পরমাত্মা
তোমার আমার একই কর্তা, তুমিই আমায় পারে লবে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।