দাঁড়া কানাই, একবার তোরে দেখি
দাঁড়া কানাই একবার তোরে দেখি
কে তোরে করিল বেহাল
হলি রে কোন দুখের দুখী।।
পরনে ছিল পীত-ধড়া
মাথায় ছিল মোহনচূড়া।
সে বেশ হইলি ছাড়া
বেহাল বেশ নিলি কেন সুখী।।
ধেনু রাখতে মোদের সাথে
আবাই আবাই ধ্বনি দিতে
এখন এসে নদীয়াতে
হরি ধ্বনি দাও এ ভাব কী।।
ভুল বুঝি পড়েছে ভাই তোর
আমি সেই ছিদাম নফর।
লালন কয় ভাব শুনে বিভোর
দেখলে সফল হতো আঁখি।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন