গৌর প্রেম করবি যদি


গৌর প্রেম করবি যদি ও নাগরী
     কূলের গৌরব আর কোর না
কুলের লোভে মান বাড়াবি, কূল হারাবি
     গৌর চাঁদ দেখা দেবে না।।

ফুল ছিটাও বনে বনে মনে মনে
বনমালীর ভাব জানোনা।।
চৌদ্দ বছর বনে বনে রামের সনে
     সীতা, লক্ষণ এই তিন জনা।।

যত সব টাকা কড়ি এ ঘর বাড়ি
কিছুই তো সঙ্গে যাবে না

মরলে পাস কড়াকড়ি- তুলসী, দড়ি,
     কাঠখড়ি আর চট বিছানা।।

গৌরের সঙ্গে যাবি- দাসী হবি
এটাই মনে কর বাসনা|
লালন কয়, মনে প্রাণে এতই টানে
     ঐ পিরিতের খেদ মেটে না।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।