গুরু দেখায় গৌর
গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি
গৌর দেখতে গুরু হারা কোন্ রূপে দেই আঁখি?
গুরু গৌর রহিল দুই ঠাঁই
কিরূপ একরূপ করি তাই
এই নিরূপন না হলে মন
সকল হবে ফাঁকি।।
প্রবর্তের নাই কোন ঠিকানা
সিদ্ধি হবে কজি সে হবে সাধনা
মিছে সদাই সাধু-হাটায়
নাম পড়ায়ে সাধ কি
এক রাজ্য হলে দুজন রাজা
কার হুকুমে গত হয় প্রজা
লালন বলে তেমনি গোলে
খাতায় প’লো বাকি।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন