ঠাহর নাই গো মন বেপারী


ঠাহর নাই গো মন বেপারী
ত্রিধারায় ডুবে বুঝি আমার তরী ।।

যেমনি দাঁড়ি মাল্লা বেয়াড়া
তেমনি মাঝি দিশেহারা
কোনদিকে যে বাইলো তারা
     পাড়ি দেওয়া কঠিন হইল ভারি ।।

একটি নদীর তিনটি ধারা
সেই নদীতে নাই কূল কিনারা
বেগে তুফান বয় দেখে লাগে ভয়
     ডিঙ্গি বাঁচার উপায় কি করি ।।

কোথায় আছ দয়াল হরি
আপনি এসে হও কাণ্ডারি
স্মরণ করি ভাসাই তরী
     লালন কয় বিপাকে না পড়ি ।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।