জগত শক্তিতে ভোলালে সাঁই


জগত শক্তিতে ভোলালে সাঁই

ভক্তি দেও হে যাতে চরণ পাই॥

 

রাঙা চরণ দেখবো বলে

বাঞ্ছা সদাই হৃদ-কমলে

(তোমার) নামের মিঠায় মন মজেছে

আমি রূপ কেমন তাই দেখতে চাই॥

 

ভক্তি-পথ বঞ্চিত করে

শক্তি-পথ দিচ্ছে তারে

যাতে জীব ব্রহ্মান্ডে ঘোরে

কান্ড তোমার দেখি তাই॥

 

চরণের যোগ্য মন তো নয়

তথাপি মন ঐ চরণ চায়

অধীন লালন বলে, হে দয়াময়

তুমি দয়া করো আজ আমায়॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।