আপন আপন খবর নাই


আপন আপন খবর নাই
গগনের চাঁদ ধরবো বলে
     মনে করি তাই ।।

যে গঠেছে এ প্রেমতরী
সেই হয়েছে চরণদাঁড়ি
কোলের ঘোরে চিনতে নারি
     মিছে গোল বাঁধাই ।।

আঠারো মোকামে জানা
মহারসের বারামখানা
সে রসের ভিতরে সে-না
     (আছে) আলো করে সদাই ।।

না জেনে চাঁদ ধরার বিধি
কথায় কৈটী সাধন সাধি
লালন বলে বাদি ভেদি
     বিবাদী সদাই ।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।