রাধার গুণ কত


রাধার গুণ কত
     নন্দলাল তা জানে না
কিঞ্চিৎ জানলে তো
     লম্পট ভাব থাকত না।

করে সে পীরিতি
নাই তার সুরীতি
     কুরীতি ছলনা
বলে তাই সত্য দেখি
     অন্য ভাব না।

যদি মন দিলে রাধারে
তবে শ্যাম কু-বুজারে
     স্পর্শ করতো না।
এক মন কয় জায়গায় বেচে
     তাও তো জানলাম না।

চন্দ্রাবলীর সনে মত্ত
কোন রসরঙ্গ
    ভেবে দেখ না।
তেমনি অনন্ত ভ্রান্ত
     শ্যামের যায় জানা।

জানলে প্রেম গোকুলে
নয় তো ক্যাঁথা  গলে
     নদেয় আসতো না।
অধীন লালন কয়
     কর এ বিবেচনা।.


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।