মন ছাড়া কি মনের মানুষ হয়


যে যেমনে বাঞ্ছা করে তার কাছে সে উদয় হয়
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো ।।

মনের মানুষ মনোহরা
রসময় রূপ রসে ভরা,

দেখলে হবি আত্মহারা
অধরাকে ধরা দায়
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো।।

বিশুদ্ধ মানুষের করণ
চন্ডী-রজকীনির মরণ
তাদের এক মরনে দুইজন মরন
আত্মায় আত্মায মিশে রয়
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো।।

গোঁসাই মাতান চাঁদে ভণে
মানুষ ধরা মানুষ বিনে
আমি পাবো কি আর এই জীবনে
সেই মানুষ, সেই রসময়,
মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো।।

 

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।