কি হবে আমার গতি


কি হবে আমার গতি

কতই জেনে কতই শুনে

ঠিক পড়ে না কোনো প্রতি ॥

 

মুচির কৌটায় গঙ্গা এল

কলার ডেগো সর্প হলো

এ সকলই ভক্তির বল

আমার নাইকো কোনই শক্তি ॥

 

যাত্রা ভঙ্গ যে নাম শুনে

বনের পশু হনুমানে

নিষ্ঠা গুণ যার রামচরণে

সাধুর খাতায় তার সুখ্যাতি ॥

 

মেঘ পানে চাতকের ধিয়ান

অন্য বারী করে না পান

লালন কয় জগতে প্রমাণ

ভক্তির শ্রেষ্ঠ সেহি ভক্তি ॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।