ঘরে বাস করে সেই ঘরের খবর নাই


ঘরে বাস করে সে, ঘরের খবর নাই
(চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই)
চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই।

কলকাঠি যার পরের হাতে
তার ক্ষমতা কী জগতে
লেনাদেনা দিবা রাতে
     পরে পরের ভাই।।

একি বেহাত আপন ঘরে
থাকতে রতন হই দারিদ্রে
দেয় সে রতন হাতে ধরে
     তারে কোথা পাই।।

ঘর ছেড়ে ধন বাইরে খোঁজা
বয় সে যেমন চিনির বোঝা
পায়নারে সে চিনির মজা
     বলদই যে ছাই।।

(পর দিয়ে পর ধরা ধরি
সে পর কৈ চিনতে পারি
লালন বলে হায় কি করি না দেখি উপায়।। )

(ভোলাই শা, গান নং ১৬৩, পৃষ্ঠা ৫২; তবে ব্রাকেটের অন্তর্ভুক্ত পদ্গুলো ভোলাই শায়ের বইয়ে নাই)

 

অন্যান্য ভাষ্য





ঘরে বাস করে সে ঘরের খবর নাই

চার যুগে ঘর চাবি আঁটা

ছুরান পরের ঠাঁই।্

 

কলকাঠি যার পরের হাতে

তার ক্ষমতা ত্রি-জগতে

লেনাদেনা দিবা রাতে

পরে পরের ভাই।।

 

একি বেহাত আপন ঘরে

থাকতে রতন হয় দারিদ্রে

দেয় সে রতন হাতে ধরে

তারে কোথা পাই।।

 

ঘর ছেড়ে ঘর বাইরে খোঁজা

বয় সে যেমন চিনির বোঝা

পায়নারে সে চিনির মজা

বলদ যে যা ছাই।।

 

পর দিয়ে পর ধরা ধরি

সে পর কৈ চিনতে পারি

লালন বলে হায় কি করি

না দেখি উপায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।