একি আজগবি এক ফুল


একি আজগুবি এক ফুল

ও তার কোথায় বৃক্ষ

কোথায় আছে মূল।।

 

ফুটেছে ফুল মান সরোবর

স্বর্ণ গোফায় ভ্রমরা তার

কখন মিলন হয়রে দোহার

রসিক হলে জানা যায় রে স্থুল।।

 

শম্ভু বিম্বু নাই রে সে ফুলে

মধুকর কেমনে খেলে

পড় সহজ প্রেম ইস্কুলে

জ্ঞানের উদয় হলে যাবে ভুল।।

 

শনি মুকুল এরা দু,জন

সে ফুলে হইল সৃজন

সিরাজ সাঁই বলে রে লালন

ফুলের ভ্রমর কে তা করগে উল।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।