দীনের রাছুল এসে আরব শহরে দীনের বাতি জ্বেলেছে


দীনের রাছুল এসে আরব শহরে দীনের বাতি জ্বেলেছে॥
দীনের বাতি রাছুলের রূপ উজালা করেছে॥

মহম্মদ নাম নূরেতে হয়, নবুয়তে নবী নাম কয়,
রাছুল উল্লা ফানা ফিল্লাহ, আল্লাতে মিশেছে॥

মহম্ম হন সৃষ্টিকর্তা, নবী নামে ধর্ম দত্তা,
শরিয়তের ভেদ ওতে রেখে শরা বুঝায়েছে॥

জাহেরা ভেদ জাহেরাতে, আশেকের ভেদ পুসিদাতে,
মহর নবুয়ত আশকদারকে দেখায় দিয়েছে॥

রাছুল রূপ যার মনে আছে, মনের আধাঁর ঘুচে গেছে,
অধিন পাঞ্জু ভাব না জেনে ভ্রমেতে ভুলেছে॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।