দেখ দেখ মনরায় হয়েছে উদয়
কী আনন্দময় সাধুর সাধবাজারে।
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
পাপীর ভাগ্যে
যথা রে সেই সাধুর বাজার
তথা সাঁইর বারাম নিরন্তর
এনে সাধ-সভায়, তবে মন আমায়।।
আবার যেন ফেরে ফেলিস নারে।।
সাধু-গুরুর কি মহিমা,
বেদে দিতে নারে সীমা
হেন পদে যার,
নিষ্ঠা না হয় তার।।
না জানি কপালে
কি আছেরে।
সাধুর বাতাসেরে মন,
বনের কাষ্ঠ হয়রে চন্দন।।
লালন বলে মন, খোঁজ কি আর ধন?
সাধুর সঙ্গে রঙ্গে দেশ কররে।।
(আরো পড়ূন)
আর কি হবে এমন জনম
বসব সাধুর মেলে।।
হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিল কালে।।
মানবদলেরই আশায়
কত দেব দেবতা বাঞ্জিত হয়
হেন জনম দীন- দয়াময়
দিয়েছে কোন ফলে।।
কত কত লক্ষ যোনি
ভ্রমন করেছ তুমি
মানব কুলে মন রে তুমি
এসে কী করিলে।।
ভুলো না রে মন রসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কুল পাবা না
এবার ঠকে গেলে।।
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায় হইয়াছে উদয়
কি আনন্দময় সাধুর সাধ বাজারে।।
সাধু গুরুর যে মহিমা
বেদে দিতে নারে সীমা,
হেন পদে যার নিষ্ঠা নাহি হয় তার
না জানি কপালে কি আছেরে।।
সাধুর বাতাসে রে মন
বনের কাষ্ঠ হয়রে চন্দন,
হেন সাধ সভায় এনে মন আমায়
আবার যেন ফেরে ফেলিস না রে।।
যথারে সাধুর বাজার
তথা সাঁইর বারাম নিরন্তর,
লালন বলে মন খোঁজ কী আর ধন
সাধু সঙ্গ রঙ্গে দেশ করো রে।।
(আরো পড়ূন)
সাধুসঙ্গ কর তত্ত্ব জেনে।
সাধন হবে না অনুমানে।।
সাধুসঙ্গ কর রে মন
অনর্থ হবে বিবর্তন
ব্রহ্মজ্ঞান ইন্দ্রিয় দমন
হবে রে সঙ্গগুণে।।
নবদ্বীপে পঞ্চতত্ত্ব
ও তার স্বরূপে রূপ আছে বত্ত্ব
ভজিনে যদি হয় গো সত্য
গুরু ধরে নেও গে জেনে।।
আদ্য যদি সঙ্গ করে কোন ভাগ্যবানেৰ
সেই তো দেখছে লীলা বর্তমানে
সিরাজ সাঁই কয় লালন যাস নে অনুমানে
সেই শ্রীবাস অঙ্গনে।।