খোদা রয় আদমে মিশে
ফকির লালন শাহ || Thursday 18 March 21 || বিষয়: মানুষ/আদম
ওরে কার জন্যে মন হলি হত
সে খোদা আদমে আছে
খোদা রয় আদমে মিশে।।
নাম দিয়ে সাঁই কোথায় লুকালে
মুর্শিদ ধরে সাধন করলে নিকটে মেলে ।
ওরে আত্মারূপে কর্তা হলো
কর তার দিশে।।
আল্লাহ্ আদম আর মুহাম্মদ
এই তিন জনায় নাই ভেদাভেদ
এক আত্মায় মেশে।।
দেখবি যদি হজরত নবী,
এশেকেতে আছে সে।।
যার হয়েছে ভবে মহাজ্ঞ্যান
সেই দেখবে নূরতাজেল্লাহ ।
অন্যে দেখবে ক্যান?
ফকির লালন বলে জ্ঞ্যানী যারা
দেখবে অনাসে।।
(আরো পড়ূন)
মানুষ তত্ত্ব সত্য হয় যার মনে
ফকির লালন শাহ || Sunday 26 February 17 || বিষয়: মানুষ/আদম
মানুষ তত্ত্ব সত্য হয় যার মনে।।
অন্যরূপ সে কি মানে।।
মাটির টিপি কাঠের ছবি,ভূত ভাবনা দেবা-দেবী,
ভোলেনা সে কোন ভোলে, মানুষ রতন চিনে।।
জড়ই শড়ই ললা ভোলা, পেচো পেচী আলা ভোলা,
ভোলেনা সে ভোলনে, মানুষ ভজে জ্ঞানে।।
ফেয়ো ফেফী ফেকসী যারা, ভাকা ভোকায় ভোলে তারা,
লালন তমনি চটা মারা, দাঁড়ায়না একখানা।।
(আরো পড়ূন)