জান না রে মন,পরম কারণ
শ্যামা তো কভু মেয়ে নয়
সে যে মেঘের বরণ করিয়ে ধারণ
কখন কখন পুরুষ হয়।।
কভু বাঁধে ধড়া,কভু বাঁধে চূড়া
ময়ূরপুচ্ছ শোভিত তায়
কখন পার্বতী কখনো শ্রীমতি
কখনও রামেরও জানকী হয়।।
হয়ে এলোকেশী করে লয়ে অসি
দানবচয়ে করে সভয়
কভু ব্রজপুরে আসি বাজাইয়ে বাঁশী
ব্রজগোপীর মন হরিয়ে লয়।।
ত্রিগুণ ধারণ করিয়ে কখন
করয় সৃজন-পালন-লয়
কভু আপনা মায়ায় আপনি বাঁধা
যতনে এ ভব-যাতনা সয়।।
যে রূপে যে জন করয়ে ভজন
সেই রূপে তাহারে মানসে রয়
কমলাকান্তের হৃদি-সরোবরে
কমল মাঝে কমল হয় উদয়।।
ভৈঁরো-একতালা
(আরো পড়ূন)