মনরতি সে রিপুর বশে রাত্রি দিনে
মনরতি সে রিপুর বশে রাত্রি দিনে
মনের গেলো না স্বভাব কিসে মেলে ভাব
সাধুর সনে।।
নিজ গুনে যা করে সাঁই
তা বিনে আর ভরসা নাই
জানা মোর মনের ভক্তির জোর
যে রূপ মনে।।
বলি সে শ্রী চরন
যদি মনে হয় কখন
তেম্নি উঠে হয় দুষ্ট সে সময়
বৈদিক টানে।।
দিনে দিনে ফুরায়ে গেলো
রংমহল অন্ধকার হোল
লালন বলে হায় কি করি উপায়
পথ দেখি নে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন