মানুষ গুরু নিষ্ঠা যার


মানুষ গুরু নিষ্ঠা যার।।
সর্ব সাধন সিদ্ধ হয় তার।।

নদী কিংবা বিল বাওড় খাল,
সর্ব স্থানে একই রে জল,
একা মোর সাঁই, ফেরে সর্বদাই,
মানুষের মিশে হয় বেদান্তর।।

নিরাকারে জ্যোতির্ময় যে,
আকার সাকার রূপ ধরে সে,
যে জন দিব্যজ্ঞানী হয়, সেহি জানতে পায়,
কলি যুগে হয় মানুষ অবতার।।

বহু তর্কে দিন বেয়ে যায়,
বিশ্বাসে ধন নিকটে পায়,
সিরাজ সাঁই ডেকে, বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নারে আর ।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।