দেখনা এবার আপন ঘর ঠাওরিয়ে
দেখনা এবার আপন ঘর ঠাওরিয়ে
আঁখি কোণায় পাখীর বাসা,যায় আসে হাতের কাছ দিয়ে।।
পাখী একটা সহস্র কুঠরী,কোঠা আছে আড়া পাতিয়ে,
নিগুমে তার মূল একটি ঘর অচিন হয় সেথা যেয়ে।।
ঘরের আয়না আটা,চৌপাশে,মাঝখানে পাখী বসে,
আছে আনন্দিত হয়ে;দেখনারে ভাই,
ধরবার যো নাই,হাত বাড়িয়ে।।
দেখতে যদি সাধ কর,সন্ধানী চিনে ধর,দিবে দেখাইয়ে,
সিরাজ সাই কয় লালন তোমার বোঝাতে দিন যায় বয়ে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন