মোকাবিলা


Sunday 22 April 18

মোকাবিলা, ফরহাদ মজহার; প্রথম প্রকাশ: ফাল্গুন ১৪১২, ফেব্রুয়ারি ২০০৬। বাঙলায়ন প্রকাশনি, ঢাকা। দ্বিতীয় সংস্করণ: ফাল্গুন ১৪২৫, ফেব্রুয়ারি ২০১৯। আগামী প্রকাশনী ঢাকা।

মূল্য: ৪০০/= টাকা

কবি ফরহাদ মজহার বিজ্ঞান ও আর্থ-সামাজিক গবেষণার নানান ক্ষেত্রে কাজ করেন। ভাবচর্চা (পাশ্চাত্য কথনে দর্শন) এবং কৃষি তাঁর কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নবপ্রাণ আন্দোলন ও নয়াকৃষি আন্দোলনের মধ্য দিয়ে তিনি বাংলার কৃষি ও গ্রামীণ জীবন সংগ্রামে যেমন যুক্ত, তেমনি বাংলার সাধক ধারার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে বাংলার জাতপাত লিঙ্গভেদ শ্রেণিভেদবিরোধী আন্দোলন-সংগ্রামকে বর্তমান করে তোলার কাজ করে যাচ্ছেন।

সূচি

  • ‘মোকাবিলা’: আগামী সংস্করণ প্রসঙ্গে ।
  • ভূমিকা ।
  • ধর্মতত্ত্ব, ধর্ম ও মানুষ।
  • কেন ধর্মের বিরোধিতা? ।
  • ধর্ম মাত্রই কি নিপীড়নমূলক? ।
  • নাস্তিকতা এবং ধর্ম: এঙ্গেলস ও লেলিন।
  • কার্ল মার্কস, নাস্তিকতা এবং ধর্ম।
  • কাল মার্কস ও নাস্তিকতা: প্রাথমিক মন্তব্য।
  • কার্ল মার্কস ও নাস্তিকতা: পর্যালোচনার নতুন দিগন্ত।
  • এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি।
  • “আফিম” কেচ্ছা: আসলে মার্কস কী বলেছিলেন?।
  • এগারো নম্বর থিসিসি, ধর্ম রাজনৈতিক কপটতা।
  • ‘ইহুদিদের মুক্তির প্রশ্নে’: রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক।
  • ‘ইহুদিদের মুক্তির প্রশ্নে’: ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক বিচার।
  • ধর্ম ও রাষ্ট্র অথবা রেল লাইন বহে সমান্তরাল।
  • সমাজ ও রাষ্ট্র: নাগরিকদের এখনকার ধর্মতাত্ত্বিক প্রকল্প।
  • ধর্ম ও আধনিকতা: হেগেল প্রসঙ্গে।

১. হেগেলের মুসিবত, নাকি ‘আধুনিক’ দর্শনের?।
২. তবু হেগেলকে নাকচ করা ঠিক না।
৩. হেগেল: আধুনিকতার গোঁসাই।
৪. হেগেলের প্রস্তাব।
৫. খ্রিস্ট ধর্মই ব্যক্তি স্বাধীনতার মর্ম।
৬. তাহলে কী শিখলাম?।
৭. একনকার কাজ।

ববইপত্রের হদিস।

মোকাবিলা

মোকাবিলা ২০০৬ সালে (ফাল্গুন ১৪১২) প্রথম প্রকাশের মধ্য দিয়েই ধর্ম, ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকতা সম্পর্কে প্রথাগত বদ্ধমূল চিন্তা সমূলে আঘাত হানে। যার জের প্রবল ভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় ও রাজনীতিতে সবলে ও সবেগ জারি রয়েছে।

লেখাগুলো লেখা হয়েছে পাশ্চত্যের সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের রণনীতি মোবাবিলার তীব্র তাগিদ থেকে। ইসলাম আতম্ক (Islamophobia) বা বিদ্বেষের বিশ্বব্যাপী চর্চার পরিপ্রেক্ষিতে। বাংলাদেশে ইসলাম বিদ্বেষ একই সঙ্গে ইসলাম নির্মূলের রাজনীতির সঙ্গে একাকার। বাংলাদেশের সমাজ, সাংস্কৃতি ও রাজনীতিতে যা এখনও নির্ধারক উপাদান এবং সক্রিয়।

ইসলাম বিদ্বেষ ও নির্মূলের রাজনীতি ও সমরনীতির বিরুদ্ধে ফরহাদ মজহার নিয়মিত লেখালিখি করলেও ‘মোকাবিলা’ ভিন্ন ধরনের গ্রন্থ। মূলত ধর্মের প্রশ্ন মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের বিপ্লবী রাজনীতির নীতি ও কৌশল নিণরএয়র তাগিদ ও আকুতি থেকেই লেখাগুলো প্রণীত হয়েছে। এই বইটির মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলাশের ‘বামপন্থা’, বিশেষত মার্কস, এঙ্গেলস ও লেনিনের অনুরাগী ও অনুসারীরা ধর্ম প্রসঙ্গে ভুল নীতি ও আত্মঘাতী কৌশলেআটকা পড়ে রয়েছে। বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে তাদের অবিশ্বাস ও অস্বাভাবিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে হলে ধর্ম সম্পর্কে আজগুবি ধ্যান-ধারণা পরিহার করতে হবে; মার্কস, এঙ্গেলস ও লেনিন মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পাঠ ও পর্যালোচনা জরুরি কাজ।

অন্যদিকে এই গ্রন্থটি ধর্মপস্থিদেরও আকৃষ্ট করেছে, বিশেষত যাঁরা বর্তমান বিশ্বব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধে ইসলামের ইতিবাচক ভূমিকা আছে বলে বিশ্বাস করেন। ইসলাম তাদের রাজনৈতিক অনুপ্রেরণা ও আদর্শের ভিত্তি। আকৃষ্ট করবার কারণ, মার্কস, এঙ্গেল, লেনিন বা এককথয় কমিউনিষ্টদের বিরেুদ্ধে নাস্তিকতার যে নির্বিচার অভিযোগ আনা হয়,বইটি সেই হরেদরে একাট্টা অভিযোগ সরাসরি নাকচ করে। ফলে ধর্মের প্রশ্নে মার্কস ও কমিউনিজম সম্পর্কে যে সকল প্রথাগত মত আজো সক্রিয় ও সজীব পর্যালোচনার প্রতিবন্ধক সেই বাধাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে বইটি খুবই সহায়ক।

ধর্মের সঙ্গে রাষ্ট্রের কিম্বা ধর্মের সঙ্গে মানুষের সম্বন্ধ বিচারের প্রশ্ন অনেক জটিল বিষয়। ‘মোকাবিলা; সেই সকল জটিল জিজ্ঞাসাকে যথাসাধ্য সরল ভাবে উপস্থাপন ও মীমাংসার চেষ্টা। বাংলাদেশের চিন্তাশীল পাঠক ও রাজনৈতিক কর্মীদের অবশ্যই পাঠ্য।

 

 


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।