এবাদতনামা


Thursday 05 April 18

এবাদতনামা, ফরহাদ মজহার; প্রথম প্রকাশ ফাল্গুন ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১। আগামী প্রকাশনী, ঢাকা। পৃষ্ঠা ১১১; মূল্য: ৮০০/=

বাংলা কবিতার ইতিহাসে ‘এবাদতনামা’ একটি অনন্য ঘটনা। কাব্যের ভিতরে একটি জনগোষ্ঠীর বহুমুখী ও বিচিত্র অভিজ্ঞতার অনাগত ভূগোল আবিস্কার ও ধারণ করবার সাহস নিয়ে পংক্তিগুলো নিবেদিত।

এবাদতনামায় তাই কবি ফরহাদ মজহার বাংলার ভাব ও ভাষাকে নতুন ভাবে মোকাবিলার মধ্য দিয়ে সংস্কৃতির পুনর্গঠনের নতুন নতুন রূপকল্প অনুসন্ধান করেন, নান্দনিক দ্যোতনায় হাজির হন নতুন অর্থের বিচ্ছুরণ ঘটাতে। ফলে ফুলে ও পাপড়ির ধর্মে মৃদঙ্গও ইবাদতের অনুসঙ্গ হয়ে যায় অনাসায়ে। আদরনী শ্যামা মেয়ের ব্যাকুল আহবান আর রামকৃষ্ণ সমীপে রক্তিম জবা ফুলে নিবেদনের যৌথতায় ক্রমে পরিস্ফূট হতে থাকে ভাব ও ভক্তিরসে উদীয়মান সম্প্রদায় অতিক্রান্ত এক যূথবদ্ধতা। বাংলা কবিতায় এ এক অভূতপূর্ব বাঙলা, যেখানে বিপুল বৈচিত্র্যের সংশ্লেষ আত্মস্থ করে দৃশ্যমান হয় বিদ্যতার স্বাদ।

আর কবি মিলনের অপেক্ষায় অভিসারের প্রস্তুতিতে আরো বেশি মগ্ন...।

সূচি

  • বলি ও টগরফুল।
  • বৃক্ষতলে চোর কিংবা বাদামভিখারি।
  • ‘সকল প্রশংশা তাঁর’।
  • নয়া অভ্যুদয়।
  • রূহ ও নফসের দ্বন্দ্ব।
  • দুনিয়া রেজিষ্ট্রি করে।
  • কলিজার ছায়া।
  • সিধা কানেকশান।
  • কাদা দিয়ে দাগা দেবো।
  • সহিসালামতে আছে সবার ভণ্ডামি।
  • মজেছি নিজের মোহে।
  • বাংলার তোমার নয়।
  • সব ধর্মে এক কথা।
  • কাঁধে করে ঘুরিফিরি।
  • স্বেচ্ছায় সিজদা চাও।
  • ইমান বা বেনে দেকার্তের জ্যামিতি
  • ফুরসত কোথায়।
  • আল্লার কালাম।
  • একাকী থেকেছী।
  • আম্রমুকল মারহাবা।
  • নগদ।
  • বেকায়দা সওয়াল।
  • শতখণ্ডে বিকায় তৌহিদ।
  • বেগম শালিক।
  • হেরা গুহা গহ্বরে।
  • জিম্মাদার বিদ্রোহের লাশে।
  • ওয়াদা।
  • মানুষের মহব্বত।
  • আমিও মিশিবো কাল¯্রােতে।
  • শ্রীরাম পরমহংস।
  • ঠাকুরের বেটা।
  • কচি হাঁটু কচি পায়ে।
  • কবিদের বাদশাহ তিনি।
  • বেয়াদপি।
  • বোরখা।
  • বিবি খদিজা।
  • সোনার মদিনা চল।
  • নবীর রুমাল।
  • ফটোগ্রাফার।
  • পদশব্দ।
  • আষাঢ়।
  • নবীজির ওয়াস্তে।
  • আমার জানিতে সাধ।
  • বিসিমিল্লাহ।
  • ‘যতনে’ ‘সতত’ হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে।
  • ত্রিভুবনের প্রিয় মুহম্মদ।
  • সুবেহসাদেকে দৃষ্টি।
  • ‘তিন পাগলে হোল মেলা নদে এসে...’।
  • আমি ঘোর পৌত্তলিক।
  • আমি।
  • শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নামাজ আদায়।
  • ঘুম।
  • অনন্তের বৈকুণ্ঠধাম।
  • নিদানের কালে।
  • বিনয়ের দুই বাংলা।
  • কাদা, জল, নীলাকাশ।
  • এশেকের ভেদ।
  • ছেঁউড়িয়া।
  • আজান।
  • সহস্রাব পদ্মচক্র।
  • মৃত্যু।
  • শ্রীরাধিকা।
  • নিত্যানন্দ।
  • তিন পাগলে হোল মেলা নদে এসে।
  • জালালুদ্দিন রুমি।
  • কোরান শরিফ।
  • প্রেমধর্ম।
  • অনন্ত গল্প।
  • গুরু।
  • বিপ্লবী গোরা।
  • বাংলায় মোনাজাত।
  • তওবা।
  • দাসী শুধু জানে।
  • আশেকির দিবা কারখানা।
  • বৃক্ষধর্ম।
  • সরলতা।
  • মানুষ।
  • ইবলিসের দিন।
  • দেখা।
  • যে জানে সে জানে।
  • কবিতার জন্য।
  • নিহেতু প্রেম।
  • কে বা বাংলাদেশ!।
  • পূজায় বসেছি।
  • যদি দেখি ফেলি মুখ।
  • বিজ্ঞানী হয়েছি।
  • সঙ্গ দোষে নষ্ট আমি।
  • প্রতিবিম্ব হবো না।
  • গোনাহ।
  • আমিও উদিত হবো পুব।
  • বিশুদ্ধ ভিক্ষুকের গল্প।
  • নদী।
  • মওতের মুখচ্ছবি।
  • জন্মেই হাজতি আমি।
  • কমিউনিষ্ট।
  • বর্তমান।
  • নামাতীত।
  • বিরহ।
  • এবাদতনামা প্রথম সংস্কারণের প্রস্তাবনা। 

 


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।