সামনা সামনি


Friday 16 February 18

সামনা সামনি, ফরহাদ মজহার; প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৪। সূচীপত্র প্রকাশক বাংলাবাজার ঢাকা ১১০০। পৃষ্ঠা ১৬০; মূল্য:১৫০/=

সামনা সামনি, ফরহাদ মজহারের সাথে কথাবার্তা গ্রন্থটি বিভিন্ন পত্র পত্রিকায় এবং লিটল ম্যাগাজিনের সঙ্গে ফরহাদ মজহার যেসব কথাবার্তা বলেছেন তা একটি সংকলন। সাহিত্য, দর্শন, রাজনীতি, আগ্রহী কয়েকজন তরুণের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হচ্ছে।

স্বাক্ষাতকার হিসেবে প্রকাশিত হলেও গ্রহন্থটি মূলত ফরহাদ মজহারকে প্রশ্নগুলোর সমানা সামনি হতে হয়েছে।। যারা প্রশ্ন করেছেন তাঁরা সকলেই তরুন। তাঁদের শত প্রশ্নের উত্তর ফরহাদ মজহার দিয়েছেন, আর তাই এই গ্রন্থের নামকরণ হয়েছে: সামনা সামনি।

পাঠক পড়ে আন্দ পাবেন, আরও প্রশ্ন করবেন নিশ্চয়।

ফরহাদ মজহার কবি নামে খ্যাত, কিন্তু কাজ করেন বিজ্ঞান ও আর্থসামাজিক গবেষণার নানান ক্ষেত্রে। কাব্যের সঙ্গে বিজ্ঞান, রাজনীতি ইত্যাদির ভেদ খুব একটা মানেন না। নেশায় কৃষি ও ভাবচর্চা: নয়াকৃষি আন্দোলনের মধ্য দিয়ে বাংলার সাধক ধারার ভাবচর্চা। সে কারণেও কখনো বিজ্ঞান, কখনো কাব্য, কখনো গান। ভাবুকতা সবসময় সঙ্গী, কারণ নতুন সম্ভাবনা, প্রতিশ্রিুতি পালন ও পরিবর্তনের জন্যই তো ভাব। এই ভাব সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। নতুন রাজনীতির। দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর রাজনৈতিক লেখালেখির সঙ্গে পাঠকরা পরিচিত। গল্প করতে আর আড্ডা দিতে ভালোবাসেন। কথাবার্তার মধ্যেই তত্ত্বচর্চা হয়, যদি কাজের সঙ্গে তার যোগ থাকে। কীভাবে গুরুগম্ভীর দর্শন বা ভাবকে তিনি জীবনচর্চার অংশ করে ফেলেন তাঁর কথাবার্তার এই সংকলনটি তার সাক্ষ্য।

সূচি

  • আগে মাফ চেয়ে নিয়ে কথা শুরু করি।
  • মুক্তবাজার ‘উন্মোচন।
  • পার্টি ব্যক্তি লেখকের স্বাধীনতা।
  • বাংলা, বাংলাদেশ ও পরিচয়ের রাজনীতি।
  • গ্রন্থবিলাস।
  • কাব্য ও ধর্ম।
  • বর্তমান সভ্যতার চক্ষু নির্ভরতা।
  • বঙ্গের ভাব।

 


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।