রাজকুমারী হাসিনা


Saturday 19 May 18

রাজকুমারী হাসীনা, ফরহাদ মজহার; প্রকাশকাল: ২২ পৌষ, ১৪০১, ৫ জানুয়ারি, ১৯৯৫ প্রকাশকাল: দেশ প্রকাশন ঢাকা ১০০০। পৃষ্ঠা ১২৫; মূল্য: ১০০/=

চিন্তাশীলতা এবং পর্যালোচনার অসাধারণ ক্ষমতার জন্য ফরহাদ মজহার কিংবদন্তির মতো। চিন্তার চেনা, পরিচিতি ধারা ও প্রবণতাকে উল্টে-পাল্টে তার শাঁস বের করে আনার দক্ষতায় তিনি যেমন সিদ্ধহস্ত, তেমনি বাজে প্রতিক্রিয়াশীল ধ্যানধারণাকে নিষ্ঠুর ভাবে ছুঁড়ে ফেলার ক্ষেত্রেও তাঁর জুড়ি নেই। সাপ্তাহিক খবরের কাগজ পত্রিকায় সাঁইলিপি শিরোনামের রচনাগুলো থেকে বাছাই করে এবং আরো দুয়েকটি লিখাসহ বেরুলো তাঁর রাজকুমারী হাসিনা: রাজনীতির প্রতীকী ও ঐতিহাসিক বিরোধ। রাজকুমারী হাসিনা... প্রথম যখন বেরিয়েছিল তখনই দারুন হৈ চৈ পড়ে গিয়েছিল। কারণ এটি আদতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার। সাংবাদিকতা-সাহিত্যের সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত এই রচনা। একদিকে প্রখর রাজনৈতিক পর্যালোচনা অন্যদিকে আবেগ, কাব্য এবং সাহিত্য। তাছাড়া সবকথা কি সোজা বলা যায়? ইঙ্গিতে, ইশারায় প্রতীকে অনেক পর্যালোচনা পেশ করা হয়েছে যার স্বাদই আলাদা।

শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বোঝার জন্য অবশ্য-পাঠ্য গ্রন্থ এটি। ইতিমধ্যেই বেরিয়েছে সাঁটলিপি প্রথম খ-: আজ আমার প্রভাতের মধ্যে উটপাখী, ইত্যাদী।

সূচিপত্র

  • আমাদের রাজনীতি, ছাত্র সমাজ ও মৌলিক জাতীয় সমস্যা।
  • চাকু কিম্বা মাইক্রোফোনের ডাঁটি এবং আওয়ামী লীগের প্রতি কতিপয় পক্ষপাতমূক মন্তব্য।
  • ভারতের বাবরী মসজিদ ও আমাদের স্যাঁতস্যাঁতে সাম্প্রদায়িক রাজনীতি।
  • হাসিনার টেলিভিশন ভাষণ ও নির্বাচনী ফলাফল।
  • রাজকুমারী হাসিনা ও বাংলার ঘরের মেয়ে হাসিনা: একটি প্রতীকী কিম্বা ঐতিহাসিক স্ববিরোধিতা।
  • প্রধানমন্ত্রী খালেদা জিয়া: কি করতে পাবেন এবং কি পরবেন না।
  • প্রতিক্রিয়াশীল ও অস্বচ্ছ বামদের নিয়ে বাম গণতান্ত্রিক (?) ঐক্যজোট গড়বার দরকার কি?
  • রাজীব গান্ধী, মার্কিন টাস্ক ফোর্স ও মহেশখালির একটি কিশোরের কথা।
  • শেখ মুজিব এবং পনেরোই আগষ্ট।
  • শেখ মুজিবকে ভালবাসে, আওয়ামী লীগকে চোখ বুজে ভোট দেয় আর ভালবাসে বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা ওয়াজেদকে।
  • গণতন্ত্র এবং নির্মূলের রাজনীতি।
  • শেখ হাসিনা লাশ গ্রহণ করে জাহানারা ইমামের অপমান করলেন।
  • রাজহংসের পালকে পানি লাগালো না।

 


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।