প্রস্তাব
প্রস্তাব।। ফরহাদ মজহার।। প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ১৯৭৭।। দ্বিতীয় মুদ্রণ: ফাল্গুন ১৪২৮, ফেব্রুয়ারী ২০২২।। আগামী প্রকাশনী, ঢাকা।। পৃষ্ঠা; ১৫৮ মূল্য: ৪০০/=
প্রস্তাব:
'প্রস্তাব' ফরহাদ মজহারের প্রথম প্রকাশিত গদ্য। বেরিয়ে ছিল সেই উনিশশ ছিয়াত্তর সালে তরুণ বয়সে। যে কবির চোখের সামনে অঙ্কুরিত হচ্ছিল জাতীয় আকাঙ্ক্ষার বীজ, পল্লবিত হচ্ছিল সর্বত্র উত্থানের স্বর, স্বাধীনতাকে অর্থপূর্ণ করার তুমুল উচ্চারণ- সেই অভিপ্রায়ের দীপ্তিমান দৃঢ়তায় নির্মীয়মাণ সত্তাকে জন্মলগ্ন থেকে আকার ও আশ্রয় দিতে তৎপর। যাঁর কাব্য, প্রচেষ্টা স্বভাবতই তা ভাষা, বাক্যার্থ আর ভাবসম্পদের দার্শনিক আঙিনায় প্রবেশ করে। বাংলাদেশ নামক সদ্য জেগে ওঠা রাষ্ট্র, তার রাজনৈতিক সত্তার তাৎপর্য সন্ধানে ইতিহাস ও সংস্কৃতির অন্তর্গত উপাদান, অভিজ্ঞতাগুলো কবিতার দিগন্ত ছাপিয়ে ফেলে ছিলেন যে লেখাগুলোতে, তারই একত্রিত প্রবন্ধ সংকলন 'প্রস্তাব'।
কবির দার্শনিক হয়ে ওঠা কিংবা দর্শনের মুখোমুখি দাঁড়ানো কবিসত্তার কাছে ভাষা ও দর্শনের সম্পর্ক প্রস্ফুটিত হওয়ার কালে রচিত ভাবনার উত্তরণ চিহ্নিত এই গ্রন্থভুক্ত লেখাগুলো। এটা ছিল, আজকের ফরহাদ মজহারের চিন্তার প্রত্যয়ী অবস্থান গ্রহণ, সক্রিয় চর্চায় নিয়োজিত হওয়ার সন্ধিক্ষণ। ইতিহাসের সুনির্দিষ্ট পর্বে নিজের জন্য যে মূর্ত ভূমিকা নির্ধারণ করে তিনি এগিয়ে চলতে চেয়েছেন, তার পারম্পর্য, পরিপূর্ণতা এমনকি খোদ মোড় বদলের জায়গাগুলোর ছাপও পাঠক এখন মিলিয়ে নিতে পারবেন অনায়াসে।
তখনকার চিন্তার উৎস আর এখনকার ভাবনার যোগসূত্র ধারাবাহিকভাবে একটি স্পষ্ট অভিমুখের দিকে এগিয়েছে। সেই অভিমুখ ইতিহাসের কর্তাসত্তা নির্মাণে নিজস্ব ভাব, ভাষা, সংস্কৃতির মধ্যে প্রবাহিত অন্তর্লীন চেতনার নিহিত শক্তি ও সম্পদের ব্যবহার; তাকে পুনরুদ্ধারের জন্য ঔপনিবেশিক পরিমণ্ডলের বাইরে এসে এর প্রয়োগ সাফল্যের প্রকৃত রূপটি পুনর্গঠিত করা এই অভিযাত্রায় তিনি বিখ্যাত ফরাসি নৃতাত্ত্বিক লেভি স্ট্রস-এর কাঠামোবাদের অনুপ্রেরণায় সাহসের সঙ্গে বহুদূর পৌঁছাতে পেরেছিলেন নির্দ্বিধায় বলতে পেরেছেন; আমাদের নিজস্ব ভাষায়, লোককল্পিত রচনাশৈলীর ভেতর বাহিত জীবনযাপনের মধ্যে পুষ্ট হয়ে বেড়ে ওঠা অন্তর্বিন্যস্ত যেসব ভাব-ভাবনা আগলে ধরে রেখেছে, তা কোনো অংশেই য়ুরোপীয় বিজ্ঞানের চেয়ে খাটো নয়; নিখিল-ভাবনার সক্ষম একটি সামগ্রিক চিন্তা-কাঠামো, রূপকল্প আমাদেরও আছে। এই দুধ প্রস্তাবনাই 'প্রস্তাব' বইটির ভারকেন্দ্র দখল করে আছে। সেই নিরিখে ভাষা, শিল্প, চিন্তা, মানবীয়তা ও সংগীত আমাদের এসব ভাবসম্পদের মৌলিক স্ট্রাকচার প্রত্যাশী নিবিষ্টতা ধারণ করেছে লেখাগুলো। দীর্ঘ প্রায় তিন যুগ পর এখন পাঠক আবারও তাঁর চিন্তার আদি বীজগুলো সাম্প্রতিক ভাবচর্চা ও জীবনযাপনের ভেতর কীভাবে অন্তঃসলিল, তা পরখ করতে পারবেন।
সূচিপত্র:
পিছন ফিরে দেখা ৯
প্রথম প্রকাশের ভূমিকা ২১
মানবীয়তার সংজ্ঞা ২৩
বিচ্যুত চেতনা ও মানবীয়তা ৩৩
ভাষা এবং চিন্তা ৪৭
ভাষার বিপ্লব/ লালিত বিদ্রোহ ৬১
নোআম চমস্কি : তাঁর দর্শনের ব্যাকরণ ৬৭
বাংলাদেশ : ঐতিহ্য উদ্ধার ও রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে ৮৫
ভাষা ও শ্রেণীসংগ্রাম ৯৫
শিল্পের প্রাকৃতিকতা প্রসঙ্গে ১০৪
নিজের মানুষের জন্যে কবিতা ১১৭
শব্দ, শব্দলীলা, সঙ্গীত ১২৪
ক্লদ লেভি স্ট্রস/স্ট্রাকচার প্রত্যাশী নৃতাত্ত্বিক কাব্য ১৩২
প্রস্তাব ১৫৫