ডাঃ জাফরউল্লাহ্‌ চৌধুরী


Tuesday 05 March 13

সংবাদপত্র সংবাদ মাধ্যমে বোমা মারা আমি সমর্থন করি না -- ধর্মীয় পত্রিকা হলেও না, বা দলীয় পত্রিকা হলেও না। ফরহাদও করেন না। তবে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে সত্য লিখে তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন। আজকের বাংলাদেশে যদি কেউ জ্ঞানবিজ্ঞানে প্রজ্ঞাবান, দার্শনিক কি দার্শনিক সত্য কথা বলার লোক কেউ আছে জিজ্ঞাসা করি -- তাহলে অবশ্যই ফরহাদ মজহারের নাম আসবে। এই ফরহাদ মজহারের লেখা প্রথম আলো ছাপায় না কেন? সমকাল ছাপায় না কেন? ইত্তেফাক ছাপায় কি না আমি জানি না। আজকে যদি ফরহাদ মজহার নয়াদিগন্তে লেখেন সেটা কিন্তু অন্যায় হবে না।

আজকে আমাদের বঙ্গবীর আবদুর কাদের সিদ্দিকীকে নয়াদিগন্তে লেখার জন্য ‘মৌলবাদী’ বলছে। আমি নয়াদিগন্তের পক্ষের লোক না, বিরোধী দলের পক্ষের লোকও না। আমি ধর্মকে রাজনীতিতে আনা ঘৃণা করি। আজ বিএনপিকে নিয়ে আলোচনা না করে, সমাধান না করে তাদের দমন পীড়ন হচ্ছে। আজকে আমরা যেখানে যাচ্ছি তখন বলা যায় সরকার যখন নিজেই বোমা মারে। সেটা মারে যখন একটা পত্রিকায় সেটা কি হবে? আজকে মাহমুদুর রহমানের প্রতি, আমারদেশে বোমাইতো ফেলে দিয়েছে। সম্পাদককে আটকে রাখা হয়েছে। পত্রিকা বন্ধ করে দিয়েছে। সেটা তো সরকারই করেছে। দেশে বিচার বিভাগ রয়েছে। বিচার বিভাগ লুকিয়ে থাকে কেন? তাদের মাহমুদুর রহমানের মামলা বিব্রত করে।


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।