চিন্তার স্বচ্ছতা আর চিন্তার দায়বদ্ধতা বোধহয় একেবারেই ভিন্ন জিনিস ,অন্তত কিছু মানুষের জন্যতো বটেই।চিন্তার দায়বদ্ধতা মানুষকে চিন্তাদাশে পরিনত করে,তখন যুক্তি হয়ে উঠে পরাস্ত্র করার নির্মম যন্ত্র,এই যুক্তি মুক্তি আনে না ,আনে কলহ,ভাতৃসংঘাত। চিন্তার স্বচ্ছতা আর চিন্তার দায়বদ্ধতা যদি একীভূত না হতে পারে তবে দাসত্বের শৃঙ্খল থেকে এর কখনো মুক্তি মেলেনা।তখন বৈসয়িকতা হয়ে উঠে চিন্তার মূল উপজীব্য। বিষয় প্রলুব্ধতাকে পাশ কাটিয়ে নৈতিকতার প্রশ্নে স্হির থাকা চাট্টিখানি কথা নয়.

 


নিজের সম্পর্কে লেখক



ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।