বৃষ্টি কথন
লোকে বলে বৃষ্টি নাকি আকাশের কান্না
কই, আমিতো কখনো নোনা স্বাদ পাইনি বৃষ্টিতে সে হতে পারে আমার জিভের দোষ। ওহ হ, বৃষ্টির স্বাদ ও নিতে জানিনা বলছ নিতে হয় ত্বকে, চোখে, অনুভবে? হতে পারে, ত্বক আমার নয় অতোটা সংবেদনশীল কিন্তু জান, আমার ত্বক রোদ বুঝে, ছায়া বুঝে ঘামের গ্রন্থীগুলো ও এখনো অতিমাত্রায় ক্রিয়াশীল আমার চোখ এখনো সক্রিয়,ভালো রকম...।
তোমরা যেমন রোদ চশমায় কপালের ভাঁজ ঢাক
আমার এখনো লাগেনি, হয়তো লাগবেওনা
আর যদি অনুভবের কথা বল, তবে বলছি শোন,
এখনো অভাবের কান্না বুঝি.........
স্বভাবের দোষ বুঝি, সমাজের ক্ষয় বুঝি,
থালিতে তরকারী মাখানো ভাতের ওজন ও বুঝি।
মানুষের অপমান বুঝি।
এখনো ভালোবাসা নামক শব্দ খুজি,
তোমাদের মত কেবল নারীতে নয়। মানুষে-মানুষে।
কেবল সুযোগের অপেক্ষায় জেনে নিও, প্রতিজ্ঞারত......
বৃষ্টির নোনা স্বাদ তোমাদের ভুলিয়ে দেবো
তখন তোমরাও বৃষ্টি বলতে বৃষ্টি ই বুঝবে
বুঝবে বৃষ্টি মানে ফসলের অধিকার,
পোয়াতি মাটির গর্ভে ফসলের সুগন্ধি সুবাস।
নিজের সম্পর্কে লেখক
নিজের সম্বন্ধে খুব বেশি জানা নেই আমার। এতোটুক জানি আবেগকে প্রাধান্য দেই। আবেগ দিয়ে যুক্তি প্রতিষ্ঠাতে আগ্রহ বেশি। বিশ্বাস করি পৃথিবীতে মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার ক্ষেত্রে ধর্মের চেয়ে বড় কোন বিধান আর নেই, মনুষ্য সৃষ্ট কিছু তো নয়ই।