আগামিকাল কি বৃষ্টি হবে?

দাবদাহে পুড়ে যাচ্ছে দেশ

আগামি কাল মে মাসের পাঁচ তারিখ

 

কাফন সাদা শাপলা-কুসুম,

    আগামি কাল কি বৃষ্টি হবে?

 

আমি খুঁজছি সেই পাক্কা অভিনেতাদের

মাথায় টুপি, হাতে তসবি আর চিড়াগুড়ের পুঁটুলি

প্রধান মন্ত্রীর স্বরচিত নাটকে অভিনয়ের জন্য যারা

রঙ মেখে  শুয়ে ছিল গতবছর

    শাপলা চত্বরে।

 

বুট, বন্দুক ও সাঁজোয়া যানে ভারি মধ্যরাত্রির পালা

র‍্যাব পুলিশ বিজিবির গুলি, বুলেট, সাউণ্ড গ্রেনেড ও যৌথ অভিযান

স্ক্রিপ্ট অনুযায়ী মৃতের অভিনয়ে শুয়ে পড়লো সবাই

অতঃপর আইন শৃঙ্খলা বাহিনীর কোমল করস্পর্শে

দৌড়ে পালালো নিখুঁত ভাবে, প্রধানমন্ত্রীর পাণ্ডুলিপি মেনে

   অক্ষরে অক্ষরে।

 

আহ্‌, শহর মুক্ত

পড়ে থাকলো ছেঁড়া টুপি, তসবিহ, কাপড়ে বাঁধা চিড়াগুড়ের পুঁটুলি।

 

কিন্তু কোথায় কোথায়?

কোথায় সেই সকল অভিনেতা, যাদের অভিনয়ে মুগ্ধ হয়েছিল

হলুদ লাল টেলিভিশান, সাদাকালো পত্রিকা, রঙ বেরঙের ওয়েব পোর্টাল

 

কোথায় সেইসব প্রতিভাবান বালক

পাক্কা একবছর তোমাদের খুঁজছি।

     খুঁজতে থাকব

             আজ

                   কাল

                          পরশু

                               এবং আবার আজ কাল ও পরশু।

 

 

বাংলাদেশ তোমাদের খুঁজছে

  শীতলক্ষ্যায় ধলেশ্বরীতে

     নদির তলদেশে, সমুদ্রে ও গোরস্থানে

         মিউনিসিপ্যালিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে।

 

 

কসম কবিতার

কাল যদি বৃষ্টি হয় তবে সেটা হবে রক্তে ভেজা তসবিদানার

ঝরে পড়বে টুপি ও চিড়াগুড়ের পুঁটুলি

 

চতুর্দিকে ব্লাড ব্যাংকের ব্যবসা

কিন্তু কেউই রক্তের দাম শোধ করতে চায় না

 

ঋণ জমেছে বিস্তর।

জমাট বেঁধে যাচ্ছে হিমোগ্লোবিন

ইতিহাসের চিলেকোঠায়

প্রতিটি তসবিদানার  দাম শোধ দিতে হবে।

এই বছর

            কিম্বা আগামী বছর

                        কিম্বা তার পরের বছর

                                                কিম্বা তারও পরের বছর...

 

শাপলা-কুসুম,

আগামি কাল কি বৃষ্টি হবে

শহিদের  চত্বরে?

 

৪ মে ২০১৪


নিজের সম্পর্কে লেখক

কবিতা লেখার চেষ্টা করি, লেখালিখি করি। কৃষিকাজ ভাল লাগে। দর্শন, কবিতা, কল্পনা ও সংকল্পের সঙ্গে গায়ের ঘাম ও শ্রম কৃষি কাজে প্রকৃতির সঙ্গে অব্যবহিত ভাবে থাকে বলে মানুষ ও প্রকৃতির ভেদ এই মেহনতে লুপ্ত হয় বলে মনে হয়। অভেদ আস্বাদনের স্বাদটা ভুলতে চাই না।



ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।