তবুও কেমন করে হিম হয়ে
আমরা নৈঃশব্দ্যের ফিকির করি না
তবুও কেমন করে হিম হয়ে
আমাদের কথাগুলো জমে থাকে
গহীনে-
কোথায় যাবো বলো
সব পথ মাড়িয়ে আমরা
পৌছে যাই সাদা বালির দেশে।
আমাদের চোখ
প্রার্থনায় মুদে এলে
আমরা নির্জন পাহাড়ের ঢালে
একা একা কথা বলি যেন।
নিজের সাথে কথা-
তাকে প্রার্থনা বলি।
হিম হতে থাকো নয়নতারা
তোমার হয় না বলা
আমরা নৈঃশব্দ্য খুঁজি না
কোলাহলের মগ্নরূপ দেখতে চাই।
শেষ বিকেলে
একা একা দেখা পাই।
আমরা নিজের বুকের ভেতর হিম হয়ে থাকি।
*আমার লেখার খাতা: ইচ্ছেশূন্য মানুষ।