তবুও কেমন করে হিম হয়ে

আমরা নৈঃশব্দ্যের ফিকির করি না
তবুও কেমন করে হিম হয়ে
আমাদের কথাগুলো জমে থাকে
গহীনে-
কোথায় যাবো বলো
সব পথ মাড়িয়ে আমরা
পৌছে যাই সাদা বালির দেশে।

আমাদের চোখ
প্রার্থনায় মুদে এলে
আমরা নির্জন পাহাড়ের ঢালে
একা একা কথা বলি যেন।
নিজের সাথে কথা-
তাকে প্রার্থনা বলি।

হিম হতে থাকো নয়নতারা
তোমার হয় না বলা
আমরা নৈঃশব্দ্য খুঁজি না
কোলাহলের মগ্নরূপ দেখতে চাই।

শেষ বিকেলে
একা একা দেখা পাই।
আমরা নিজের বুকের ভেতর হিম হয়ে থাকি।

*আমার লেখার খাতা: ইচ্ছেশূন্য মানুষ


নিজের সম্পর্কে লেখক

ইচ্ছেশূন্যতার কোন অর্থ হয় না। মানুষ নিজেই ইচ্ছের রূপান্তর। তার বাসনাগুলো নানারূপে অধরাকে ধরে, অনুধাবন করে। একই সাথে সে নিজেকে ছাড়িয়ে যেতে চায়। এই চাওয়া-না চাওয়ার কি ঘটে সেটা কথা নয়। কথা হলো, তাকে চাইতে হয় আবার চাওয়াটাকে অস্বীকার করতে হয়। এই স্বীকার-অস্বীকারের দ্বন্ধে যেটুকু আশা বেঁচে থাকে তাকে বলি, এই তো আছি। এই বেঁচে থাকাটাই আনন্দের।

ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।