রাষ্ট্র আরব , ইসলামী রাষ্ট্র এবং গাজা - ইসরাইল যুদ্ধ বিশ্লেষণ
আমাদের দেশে কোন নবী আসে নাই আমরা যেই ইসলাম টা পেয়েছি সেটা আউলিয়া কেরাম ,পীর মাসায়েক এবং সূফী -দরবেশদের বদৌলতে । এই অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি আর ইসলাম ধর্মের হুকুম আহাকাম মিলে ইসলামটা আমাদের কাছে যেভাবে উপস্থাপিত হয়েছে তা একে বারে কোরান হাদিস মোতাবেক সহি শুদ্ধ নই । যেমন শরীয়তের পাঁচটা স্তম্ভের মধ্যে কালেমা আদায় করি জন্মগত অথবা উত্তরাধিকার স্টাইলে , নামায আদায় করি সৌদি আরব অথবা ইরানী স্টাইলে , রোজা আদায় করি উপবাস থাকার স্টাইলে , হজ্জ আদায় করি সেলিব্রিটি স্টাইলে , যাকাত আদায় করি খয়রাতী স্টাইলে , আবার পর্দা টা আদায় করি আরব স্টাইলে । আমাদের অধিকাংশ মুমিন মুসলমান ভাই বোন আছে যারা একবারও চিন্তা করেন না আমি যে ইসলামটা পালন করি কিংবা যে ইসলামের ঐতিহ্যটির গায়ে একটু আঘাত লাগলে হুলিয়া জারী করে ধর্ম যুদ্ধ ঘোষণা দিয়ে বসি তা আসলে ইসলামী ঐতিহ্য কিনা । এক বারের জন্য গবেষণা করার প্রয়োজন বোধ করি না যেটার জন্য বৈরাগী হলাম তা আদো ধর্ম সিদ্ধ কিনা । আবার একদল খাঁটি অলস ও হক্কানি লোভী পীর সাহেব আছে যারা মনে করে ইসলাম একটা ঐতিহ্যবাহী ধর্ম শুধু পূজা পার্বণের মত বিভিন্ন দিবসে হালুয়া রুটি , পাঁচ দশেক শাদী মোবারক কায়েম করে তাদেরকে শরীরের বিভিন্ন অঙ্গের খেদমতে বান্দিনী বানিয়ে দিতে পারলে ব্যাস এবার ফতোয়া জারী করে দেওয়া হবে "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"। আবার একদল আছে কোরান -হাদিস কি বলছে তা জানার দরকার কি ? যেখানে জ্বলন্ত উদাহরণ হিসাবে সৌদি আরব নগদের উপর খাড়া আছে লম্বা লম্বা জুব্বা পরিধান করে , নারীদের উপর কড়া ইসলাম কায়েম হয়ে আছে চার দেওয়ালের ভিতর থেকে পৃথিবী আর চাঁদের দূরত্ব মাপতে হবে । আরে মূর্খ , সৌদি আরবের উতপ্ত বালির নিচে ভরপুর খনি আছে তোমার কি তা আছে ? তোমার যে উর্বর জমি আছে রাতের আঁধারে বীজ ফেললে দিনের আলোতে ফসল তোলা যায় তার পিছনে কি তুমি মেহনত করেছ ? তোমরা হয়ত ভুলতে বসেছ মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র এক নই , আরব রাষ্ট্র অর্থ ইসলামী রাষ্ট্র নই , আরব্য মুসলিমরা ইসলামের আদর্শ নই । অধিকাংশ নবী রাসুল গণের জন্মস্থান আরব বিশ্বে হওয়ার বদৌলতে উচিত ছিল জ্ঞান -বিজ্ঞানের তীর্থস্থান হওয়ার এবং হয়েছিল । একসময় নাকি রাজ কুমারদের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বৃটেন , স্পেন আর গ্রীকের রাজারা মিশরের গভর্নরের কাছে চিঠি লিখত । এখন মুসলিমরা তাদের সব যশ আর ঐশ্বর্য হারিয়ে খেদমতে আমেরিকা হয়ে পড়েছে শুধু মাত্র অলস , লোভ আর জ্ঞান চর্চা থেকে দূরে চলে যাওয়ার কারণে । একদিকে অলস মস্তৃস্ক যেমন আমাদের অধিক ক্ষুধার্ত সৃষ্টি করেছে সেই সাথে অল্প শ্রমে অধিক ভোজনের জন্য আমরা সমানুপাতিক ভাবে ইউরোপ -আমেরিকানদের কাছ থেকে ফর্মুলা নেওয়া শুরু করছি । গাজায় যখন ইসরাইলী সৈনিকরা মিসাইল আর লকেট লঞ্চার ছুড়ে তখন ফিলিস্তিনির স্বাধীনতাকামী সাধারণ নাগরিকরা ইট - পাটকেল ছুড়ে । ইসরাইলরা যুদ্ধ করছে একটি ইহুদী রাষ্ট্রের জন্য অন্যদিকে ফিলিস্তিনরা লড়াই করছে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যদিও ইসরাইলের কথাই ঠিক তথাপি আমাদের মুসলিম উম্মার প্রাণহীন সংগঠন ওআইসি , আরব লীগ আর নেতা রাষ্ট্র সৌদি আরব মেনে নিয়েছে ওরা তো স্বাধীনতার জন্য লড়ছে তাতে আমাদের নাক গলানো কি দরকার । ওনারা যে বুঝতেছেনা এই যুদ্ধে ফিলিস্তিন কখনো জিতবে না ,এই যুদ্ধ হার -জিতের নই , এই যুদ্ধ কেবল একটি জাতিকে ধ্বংস করার জন্য আমেরিকা -বৃটেনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ।
নিজের সম্পর্কে লেখক
নিজের সম্পর্কে বলার মত কিছু নাই