একদিন স্বপ্ন হারিয়ে যায়
একদিন স্বপ্ন হারিয়ে যায়
থাকে শুধু স্বপ্ন-ভাঙার বেদনা।
এক সময় যে পাখী
শাখায় বসে গান গেয়েছিল
সেও উড়ে যায় দূর নিলীমায়,
পেছনে পড়ে থাকে তার ঝরা পালক।
একদিন প্রাণের অতি নিকটজন
সেও দূরে চলে যায়–
পেছনে পড়ে থাকে স্মৃতি, শুধু স্মৃতি।
তেমনি করে একদিন তুমি ও চলে গেছ
পেছনে পড়ে আছি আমি, শুধু আমি ।।
[গ্রন্থের নাম- ‘এই ঘর এই লোকালয়’ লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- প্রাইম কম্পিউটার গ্রাফিক্স । প্রকাশক- প্রবর্তন প্রকাশন, ৭নং প্রতাপ দাস লেন, সিংটোলা, ঢাকা- ১১০০।
নিজের সম্পর্কে লেখক
প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট কবি শফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব। । বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক', শ্রাবণ দিনের কাব্য', মেঘভাঙা রোদ্দুর' ও'দহন কালের কাব্য' ও'প্রত্যয়ী যাত্রা'। visit: http://www.somewhereinblog.net/blog/sfk505