চাউলের কুড়া
বাংলাদেশে “রাইচ ব্যান ওয়েল” এখন জনপ্রিয় হচ্ছে। কেন? বলা হচেছ জলপাই তেলের পরই এই তেলের অবস্থান খাদ্য উপযোগিতার বিষয়ে। কিন্তু তবে কেন চাউল থেকে এ কুড়া (চাউলের উপর লালচে আবরণ) তুলে ফেলা হচেছ? তাহলে আমাদের ঢেঁকির চাউলই ভালো ছিল।
নিজের সম্পর্কে লেখক
শিক্ষক