আশা ও বাঁচা
তিমির রাতে হঠাৎ দেখি এক টুকরো চাঁদ, স্বপ্নদেশে যাব বলে মনে জাগে সাধ। এতো দেখি মহাসাগর কুল কিনারা নাই , মনের মাঝে মরিচিকা মনেতে হারায়।
তিমির রাতে হঠাৎ দেখি এক টুকরো চাঁদ, স্বপ্নদেশে যাব বলে মনে জাগে সাধ। এতো দেখি মহাসাগর কুল কিনারা নাই , মনের মাঝে মরিচিকা মনেতে হারায়।